হাদীসের নামে জালিয়াতি  (ক) মহান স্রষ্টা বিষয়ক জাল হাদীস [স্রষ্টা, সৃষ্টি ও পূর্ববর্তী নবীগণ ] ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
    
           ৩. আরশের নিচের বিশাল মোরগ বিষয়ে          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আমাদের সমাজে ওয়াযে আলোচনায় অনেক সময় আরশের নিচের বিশাল মোরগ, এর আকৃতি, এর ডাক ইত্যাদি সম্পর্কে বলা হয়। এ সংক্রান্ত হাদীসগুলো ভিত্তিহীন বানোয়াট বা অত্যন্ত দুর্বল।[1]
 [1] সুয়ূতী, লাআলী ১/৬০; ইবনু আর্রাক, তানযীহ ১/১৫৫, ১৮৯