মুখতাসার যাদুল মা‘আদ অনুচ্ছেদ সমুহের সূচী ও বিবরন ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)
কেউ যদি মনে করে যে, তার পক্ষ হতে মানুষের উপর বদনযর লেগে যাচ্ছে তাহলে করণীয় কী?
কেউ যদি আশঙ্কা করে যে, তার চোখে দোষ আছে এবং মানুষের উপর তার বদনযর লেগে যায়, তাহলে তার উচিৎ হল সে নিজেই নিজের চোখের অকল্যাণ দূর করার চেষ্টা করবে। সুতরাং কারও ভাল দেখে সে যেন এই দু’আ পাঠ করে, اللّٰهُمَّ بَارِكْ عليه `হে আল্লাহ! তুমি তার উপর বরকত নাযিল কর, তাকে ও তার কাজে বরকত দান কর ইত্যাদি। যেমন আমের বিন রাবীআ যখন সাহ্ল বিন হুনাইফকে বদনযর লাগিয়ে দিল, তখন নাবী (ﷺ) আমেরকে বলেছিলেন- তুমি اللّٰهُمَّ بَارِكْ عليه (আল্লাহুম্মা বারিক আলাইহি) বললে না কেন?