মুখতাসার যাদুল মা‘আদ   অনুচ্ছেদ সমুহের সূচী ও বিবরন ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)
    
           কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ          
          
                         
           
   
          
 
          
      
      
   
      কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জিহাদেরও চারটি স্তর রয়েছে।
(১) অন্তরের মাধ্যমে জিহাদ,
(২) জবানের মাধ্যমে জিহাদ,
(৩) মালের সাহায্যে জিহাদ ও
(৪) জান ও হাতের মাধ্যমে জিহাদ। কাফেরদের সাথে জিহাদ করতে হবে অস্ত্রের সাহায্যে। আর জবানের সাহায্যে জিহাদ করতে হবে মুনাফেকদের সাথে।