মুখতাসার যাদুল মা‘আদ অনুচ্ছেদ সমুহের সূচী ও বিবরন ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)
নতুন চাঁদ দেখার সময় তিনি এই দু’আ পাঠ করতেনঃ
اللهُ أَكْبَرُ اللّٰهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالأَمْنِ وَالإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالإِسْلاَمِ رَبُّنَا وَرَبُّكَ اللهُ
‘‘আল্লাহ সবচেয়ে বড়, হে আল্লাহ্! তুমি এই নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি এবং ইসলামের সাথে উদিত কর। হে চাঁদ! আমাদের এবং তোমার একমাত্র রব হচ্ছেন আল্লাহ্।