মুখতাসার যাদুল মা‘আদ   অনুচ্ছেদ সমুহের সূচী ও বিবরন ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ)
    
           জুতা পরিহিত অবস্থায় সলাত পড়া          
          
                         
           
   
          
 
          
      
      
   
      তিনি কখনও খালী পায়ে আবার কখনও জুতা পরিহিত অবস্থায় সলাত পড়েছেন। ইহুদীদের বিরোধিতা করে তিনি জুতা পরিধান করে সলাত আদায়ের আদেশও দিয়েছেন। কখনও তিনি মাত্র একটি কাপড় পরে আবার কখনও দু’টি আবার কখনও তার বেশী কাপড় পরিধান করে সলাত আদায় করেছেন।