দৈনন্দিন জীবনে ইসলাম [যাকাত অধ্যায়]  স্বর্ণ ও রৌপ্যের যাকাত শরীফুল ইসলাম বিন যয়নুল আবেদীন
    
           মুদ্রাসমূহের যাকাত বের করার পদ্ধতি          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মুদ্রার যাকাত বের করার জন্য সমস্ত সম্পদকে ৪০ দ্বারা ভাগ করে এক ভাগ বা ২.৫০% যাকাত দিতে হবে। আর এটাই স্বর্ণ-রৌপ্য ও এর হুকুমে যা আসে তার যাকাত। যেমন কারো নিকট ৪,০০,০০০/= টাকা রয়েছে। উক্ত টাকার যাকাত বের করার নিয়ম হল, ৪,০০,০০০÷৪০ =১০,০০০/= টাকা। উল্লিখিত পদ্ধতিতে ৪,০০,০০০/= টাকা থেকে যাকাত হিসাবে ১০,০০০/= টাকা দান করতে হবে।