প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা ৮ই যিলহজ্জ তারিখের কাজ (তারভিয়ার দিন) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১০৩- কখন মিনায় রওয়ানা দেব?
সূর্যোদয়ের পর থেকে যুহরের নামাযের আগেই রওয়ানা দেয়া মুস্তাহাব। অর্থাৎ যুহরের নামাযের আগেই মিনায় চলে যাওয়া উত্তম।