দ্বীনী প্রশ্নোত্তর গান-বাজনা, খেলাধুলা আবদুল হামীদ ফাইযী
প্রতিযোগিতায় বিতরিত পুরষ্কার গ্রহণ করা বৈধ কি?
পুরষ্কার যদি প্রতিযোগী পক্ষ ছাড়া অন্য কোন পক্ষ দেয়, তাহলে তা গ্রহণ করায় দোষ নেই। দোষ হল প্রতিযোগীদের আপসে পুরষ্কার রেখে হার-জিতে লাভ-লোকসান হলে। যেহেতু তা জুয়ার পর্যায়ভুক্ত আর মহানবী ﷺ বলেছেন, “উট ঘোড়া অথবা তীর প্রতিযোগিতা ছাড়া অন্য প্রতিযোগিতায় পুরষ্কার বৈধ নয়।” (আবূ দাউদ ২৫৭৪, তরমিজি ১৭০০)
যেহেতু এ তিনটি জিনিস জিহাদে কাজে লাগে, তাই তাতে সকল প্রকার পুরষ্কার বৈধ করা হয়েছে। (ইবনে উসাইমিন)