প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৬৯. রমযানের রোযা কাযা করার হুকুম কী? কেউ যদি একাধিক রোযা ভঙ্গ করে তবে সে কি এগুলো একাধারে কাযা করবে?
ধারাবাহিকভাবে কাযা করা মুস্তাহাব। তবে পৃথক পৃথকভাবে কাযা করা জায়েয আছে। কাযা পরবর্তী রমযান আসার পূর্বে করা উত্তম। তবে যেকোন সময়ে তা করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, (فَعِدَّۃٌ مِّنۡ اَیَّامٍ اُخَرَ) “অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে।” (সূরা ২; বাকারা ১৮৪)