প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৪৫. সিয়াম অবস্থায় ভুলে পানাহার শুরু করে দিলো। এমন সময় হঠাৎ স্মরণ হলো। এ ব্যক্তি কী করবে?
মনে হওয়ামাত্র মুখের বাকি খানা বা পানীয় ফেলে দেবে আর যতটুকু ভুলে খাওয়া হয়ে গেছে সেজন্য সিয়াম ভঙ্গ হবে না। তবে এ দৃশ্য যে দেখবে তার উপর ফরয হলো সিয়াম পালনকারীকে স্মরণ করিয়ে দেওয়া।