প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৯৯. ইমাম কোথায় দাঁড়াবে?
পুরুষ হলে লাশের মাথা বরাবর, আর মহিলা হলে লাশের মাঝামাঝি দাঁড়াবে। (আবূ দাউদ: ৩১৯৪, বুখারী: ৩৩২)