প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৯. আযান ও মুয়াযযিনের জন্য কী কী শর্ত পূরণ আবশ্যক?
(১) আযানের বাক্যগুলোতে ধারাবাহিকতা রক্ষা করা, উলটপালট না করা, (২) সময় হলেই আযান দেওয়া (বুখারী: ৬২৮), (৩) এমন স্বরে আযান না দেওয়া, যাতে আযানের শব্দের অর্থের বিকৃতি ঘটে, (৪) সম্ভাব্য উচ্চৈঃস্বরে আযান দেওয়া, (৫) মুয়াযযিন মুসলিম ও বোধজ্ঞানসম্পন্ন হওয়া অর্থাৎ কমপক্ষে ৭ বছরের নিচে না হওয়া, (৬) বিবেকসম্পন্ন হওয়া। অর্থাৎ বিকৃত মস্তিষ্কের না হওয়া, (৭) পুরুষ হওয়া ।