নাজাত প্রাপ্ত দলের আকীদাহ প্রশ্ন এবং তাঁর উত্তরসমুহ হাফেয বিন আহমাদ আল-হাকামী (রহঃ)
প্রশ্নঃ (১৭৮) নিষিদ্ধ ঝাড়ফুঁক কী কী?
উত্তরঃ যা কুরআন ও সহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয় এবং যার ভাষা আরবী নয়; বরং তা শয়তানী কাজ এবং শয়তানের পছন্দনীয় কাজ দ্বারা তার নৈকট্য হাসিল করা হয়েছে- এমন বিষয় দ্বারা ঝাড়ফুঁক করা নিষিদ্ধ। যেমন অনেক মিথ্যুক ভেলকিবাজ ও ধোঁকাবাজরা করে থাকে। তারা ‘শামসুল মাআরেফ’ ও ‘শামুসুল আনওয়ার’ এবং মন্দিরের কিতাবসমূহ ও যাদুমন্ত্রের অন্যান্য কিতাবাদি পাঠ করে থাকে। ইসলামের শত্রুরা এগুলো ইসলামের ভিতরে প্রবেশ করিয়েছে। ইসলাম ও ইসলামী জ্ঞান-বিজ্ঞানের সাথে এর সম্পর্ক থাকা তো দূরের কথা ইসলামী জ্ঞানের ছায়ারও অন্তর্ভূক্ত নয়। এব্যাপারে আমি সুল্লামুল উসুলের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করেছি।