নাজাত প্রাপ্ত দলের আকীদাহ প্রশ্ন এবং তাঁর উত্তরসমুহ হাফেয বিন আহমাদ আল-হাকামী (রহঃ)
প্রশ্নঃ (১৬৩) كفر أكبرতথা বড় কুফরী, যা দ্বীন থেকে বের করে দেয়, তা কত প্রকার ও কি কি?
উত্তরঃ উপরোক্ত আলোচনার মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে, كفر أكبر তথা বড় কুফরী, যা দ্বীন থেকে বের করে দেয়, তা চার প্রকার। (১) মূর্খ ও মিথ্যা প্রতিপন্নকারীদের কুফরী (২) অস্বীকার কারীদের কুফরী (৩) অহংকারী ও অবাধ্যদের কুফরী এবং (৪) মুনাফেকদের কুফরী।