সহীহ দুআ ও যিক্র সুন্নাহতে প্রার্থনামূলক দুআ আবদুল হামীদ ফাইযী
দুশ্চরিত্র ও মন্দ কর্ম থেকে পানাহ চাইতে
اللهم إني أعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারা-তিল আখলা-কি অলআ’মা-লি অলআহওয়া-ই অলআদওয়া-’।
অর্থঃ হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট দুশ্চরিত্র, অসৎ কর্ম, কুপ্রবৃত্তি এবং কঠিন রোগসমূহ থেকে আশ্রয় চাচ্ছি। (সঃ তিঃ ৩ ১৮৪ সঃ জামে’ ১২৯৮নং)