সহীহ দুআ ও যিক্র সফর থেকে ফিরে এলে আবদুল হামীদ ফাইযী
সফর থেকে ফিরে এলে
সফরে বের হওয়ার সময় দুআটির সাথে নিম্নের দুআটিও যােগ করবে,
آيِبُونَ ، تَائِبُونَ ، عَابِدونَ ، لِرَبِّنَا حَامِدُونَ
উচ্চারণঃ-আ-ইবুনা তা-ইবুনা আ-বিদুনা লিরাব্বিনা হা-মিদুন।
অর্থঃ (আমরা সফর থেকে) প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী, আমাদের প্রভুর প্রশংসাকারী। (মুসলিম ২/৯৯৮)
সফর থেকে ফিরে এসেও ২ রাকআত নামায পড়া সুন্নত।