সহীহ দুআ ও যিক্র অপরের নিকট রোযা ইফতার করলে আবদুল হামীদ ফাইযী
অপরের নিকট রোযা ইফতার করলে
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلائِكَةُ
উচ্চারণ- আফত্বারা ইনদাকুমুস্ব স্বা-য়িমুন, অ আকালা ত্বআ-মাকুমুল আবরার, অস্বাল্লাত আলাইকুমুল মালাইকাহ।
অর্থঃ আপনাদের নিকট রোযাদাররা ইফতার করুক, সজ্জনরা আপনাদের খাবার খাক এবং ফিরিস্তাবর্গ আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। (আবু দাউদ ৩৩৬৭)
রোযাদারকে দিনে কেউ খেতে ডাকলে তার জন্য দুআ করবে। (মুঃ ২/১০৫৪) কেউ গালি দিলে বলবে আমি রোযা রেখেছি। আমি রোযা রেখেছি। (বুঃ ৪/১০৬, মুঃ ২/৮০৬)।