সহীহ দুআ ও যিক্র জ্বিন থেকে পানাহ চাইতে আবদুল হামীদ ফাইযী
জ্বিন থেকে পানাহ চাইতে
أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه ومن شر عباي ومن همزات الشيطان وأن يحضرون
উচ্চারণঃ- আউযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন গায্বাবিহী অইক্কাবিহী অমিন শাররি ইবা-দিহী অমিন হামাযা-তিশ শাইত্বা-নি অ আঁইয়্যাহযুরূন।
অর্থঃ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমুহের অসীলায় তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের প্ররোচনা থেকে এবং তাদের আমার নিকট উপস্থিত হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিযী ৫/ ৫৪১ আবু দাউদ ৪/১২)
আয়াতুল কুরসী সকাল, সন্ধ্যা এবং রাত্রে শয়নকালে পাঠ করলে শয়তান নিকটবর্তী হয় না। (সহীহ তারগীব)