সহীহ দুআ ও যিক্র প্রস্রাব-পায়খানার পূর্বে দুআ আবদুল হামীদ ফাইযী
প্রস্রাব-পায়খানার পূর্বে দুআ
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبْثِ وَالْخَبَائِثِ
উচ্চারণ- বিসমিল্লা-হ, আল্লা-হুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি অল খাবা-ইস।।
অর্থঃ আল্লাহর নাম নিয়ে শুরু করছি। হে আল্লাহ! নিশ্চয় আমি পুরুষ ও নারী খবিস্ জ্বিন হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
অধিকাংশ খবিস্ জ্বিনরা নোংরা স্থানে বাস করে বা আসে যায়। প্রস্রাবাগার বা পায়খানা ঘরে বা স্থানে প্রবেশ হওয়ার পূর্বে এই দুআ পড়লে আল্লাহর হুকুমে তাদের চোখে পর্দা পড়ে যায়। (বুঃ ১/৪৫, মুঃ ১/২৮৩, সঃ জাঃ ৩/২০৩)