কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ৩১৩. কারোর ব্যাপারে প্রয়োজনীয় কোন সাক্ষ্য পোপন করা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আল্লাহ্ তা’আলা বলেন:
وَإِن كُنتُمْ عَلَىٰ سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُوضَةٌ ۖ فَإِنْ أَمِنَ بَعْضُكُم بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ ۗ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ۚ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
‘‘আর তোমরা কারোর ব্যাপারে কোন প্রয়োজনীয় সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি এ জাতীয় কোন সাক্ষ্য গোপন করলো তা সত্যিই এটাই প্রমাণ করে যে, নিশ্চয়ই তার মন পাপাচারমুখী। আর আল্লাহ্ তা’আলা তোমাদের সকল কর্মকান্ড সম্পর্কে সম্যক অবগত’’। (বাক্বারাহ্ : ২৮৩)