৩০৭. কারোর বিবাহে সাধুবাদ জানাতে গিয়ে অমুসলিমদের শেখানো শব্দে সাধুবাদ জানানো

’আক্বীল বিন্ আবী তালিব (রা.) থেকে বর্ণিত তিনি একদা বানী জুশাম গোত্রের জনৈকা মহিলাকে বিবাহ্ করলে কিছু লোক এসে তাঁকে بِالرِّفَاءِ وَالْبَنِيْنِ (তোমরা উভয়ে এক হয়ে মিলেমিশে থাকো) বলে ধন্যবাদ জানালে তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেন:

لاَ تَقُولُوا هَكَذَا وَلَكِنْ قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ بَارِكْ لـَهُمْ وَبَارِكْ عَلَيْهِمْ

‘‘তোমরা এমন কথা বলো না। বরং বলো যা একদা স্বয়ং রাসূল (সা.) বলেছেন। তিনি বলেছেন: ’’আল্লাহুম্মা বা’রিক লাহুম ওয়া বা’রিক ’আলাইহিম’’ যার অর্থ: হে আল্লাহ্! আপনি তাদের কল্যাণে এবং তাদের উপরই সরাসরি বরকত ঢেলে দিন’’।[1]

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা.) যখন কাউকে বিয়ে-শাদির ব্যাপারে ধন্যবাদ দিতে চাইতেন তখন বলতেন:

باَرَكَ اللهُ لَكُمْ وَبَارَكَ عَلَيْكُمْ وَجَمَعَ بَيْنَكُمَا فِى خَيْرٍ

‘‘আল্লাহ্ তা’আলা তোমাদের কল্যাণে এবং তোমাদের উপরই সরাসরি বরকত ঢেলে দিন। উপরন্তু তোমাদেরকে কল্যাণের উপরই একত্রিত করুন’’।[2]

>
[1] (ইবনু মাজাহ্, হাদীস ১৯৩৩)

[2] (ইবনু মাজাহ্, হাদীস ১৯৩২)