আল্লাহ্ তা’আলা বলেন:
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ ۚ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ أَمْرًا
‘‘হে নবী! তুমি নিজ উম্মতকে বলে দাও, যখন তোমরা নিজ স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তোমরা তাদেরকে ইদ্দতের প্রতি লক্ষ্য রেখেই তালাক দিবে এবং ইদ্দতের হিসেব রাখবে। উপরন্তু তোমরা নিজ প্রভু আল্লাহ্ তা’আলাকে ভয় করো। আর তাদেরকে ইদ্দতরত অবস্থায় নিজ ঘর থেকে বের করে দিও না এবং তারাও স্বেচ্ছায় যেন নিজ ঘর থেকে বের হয়ে না যায়। যদি না তারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়। এগুলো হচ্ছে আল্লাহ্ তা’আলার একান্ত বিধান। যে ব্যক্তি আল্লাহ্ তা’আলার বিধান লঙ্ঘন করে সে যেন নিজেই নিজের উপর অত্যাচার করলো। তুমি তো জানো না, হয়তো বা আল্লাহ্ তা’আলা এরপর কোন উপায় বের করে দিবেন’’। (ত্বালাক : ১)