কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২৯২. রোযার রাতে সেহরী না খাওয়া
আব্দুল্লাহ্ বিন্ ’হারিস্ (রাহিমাহুল্লাহ্) থেকে বর্ণিত তিনি নবী (সা.) এর এক বিশেষ সাহাবী থেকে বর্ণনা করেন: তিনি বলেন: জনৈক ব্যক্তি একদা নবী (সা.) এর নিকট আসলো যখন তিনি সেহরী খাচ্ছিলেন। তখন নবী (সা.) তাকে উদ্দেশ্য করে বললেন:
إِنَّ السَّحُورَ بَرَكَةٌ أَعْطَاكُمُوهَا اللَّهُ عَزَّ وَجَلَّ فَلَا تَدَعُوهَا
‘‘আল্লাহ্ তা’আলা রোযার সেহরী তোমাদেরকে বরকত হিসেবেই দিয়েছেন। সুতরাং তোমরা কখনো তা খাওয়া ছাড়বে না’’।[1]
[1] (আহমাদ্, হাদীস ২২০৬১, ২৩১৪২)