কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২৩০. অমুসলিম কোন শত্রু এলাকায় কুর’আনকে সঙ্গে নিয়ে সফর করা
আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ ، مَخَافَةَ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ
‘‘রাসূল (সা.) কুর’আনকে সঙ্গে নিয়ে (অমুসলিম) শত্রু এলাকায় সফর করতে নিষেধ করেছেন। রাসূল (সা.) এতে শত্রুর পক্ষ থেকে কোর’আন অবমাননার আশঙ্কা বোধ করছিলেন’’।[1]
অন্য বর্ণনায় রয়েছে,
لاَ تُسَافِرُوْا بِالْقُرْآنِ ، فَإِنِّيْ لاَ آمَنُ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ
‘‘তোমরা কুর’আনকে সঙ্গে নিয়ে (অমুসলিম শত্রু এলাকায়) সফর করো না। কারণ, আমি এ ব্যাপারে নিরাশঙ্ক নয় যে, শত্রু পক্ষ তা হাতে পেয়ে উহার কোন রূপ অবমাননা করবে না’’।[2]
> [1] (মুসলিম, হাদীস ১৮৬৯)
[2] (মুসলিম, হাদীস ১৮৬৯)
[2] (মুসলিম, হাদীস ১৮৬৯)