কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২২৩. কোন ফরয নামাযের ইক্বামাতের পরও যে কোন সুন্নাত কিংবা নফল নামাযে রত থাকা
আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِذَا أُقِيْمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْـمَكْتُوْبَةَ
‘‘যখন কোন ফরয নামাযের ইক্বামাত দেয়া হয় তখন উক্ত ফরয নামায ছাড়া তখন অন্য কোন (সুন্নাত বা নফল নামায) পড়া চলবে না’’।[1]
> [1] (মুসলিম, হাদীস ৭১০)