কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২১৬. পেটে ভর দিয়ে খাওয়া কিংবা এমন দস্তরখানে খাওয়া যাতে মদ বিতরণ ও পান করা হয়
আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَطْعَمَيْنِ : عَنِ الْـجُلُوْسِ عَلَى مَائِدَةٍ يُشْرَبُ عَلَيْهَا الْـخَمْرُ، وَأَنْ يَأْكُلَ الرَّجُلُ وَهُوَ مُنْبَطِحٌ عَلَى بَطْنِهِ
‘‘রাসূল (সা.) দু’ ভাবে খেতে নিষেধ করেছেন। এমন দস্তরখানে খাওয়া যাতে মদ পান করা হয় এবং পেটে ভর দিয়ে খাওয়া’’।[1]
> [1] (আবু দাউদ, হাদীস ৩৭৭৪ ’হাকিম ৪/১২৯ ইবনু মাজাহ্, হাদীস ৩৪৩৩)