কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ২১২. উপরস্থদের যে কোন শরীয়ত বিরোধী আদেশ মেনে নেয়া          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আবু সা’ঈদ্ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
مَنْ أَمَرَكُمْ مِنَ الْوُلاَةِ بِمَعْصِيَةٍ فَلاَ تُطِيْعُوْهُ
‘‘তোমাদের উপরস্থরা তোমাদেরকে কোন গুনাহ্’র আদেশ করলে তা তোমরা মানবে না’’।[1]
> [1] (ইবনু মাজাহ্, হাদীস ২৯১৪ ইবনু হিববান, হাদীস ১৫৫২ আহমাদ্ ৩/৬৭)