২০২. কাউকে তার উপর একচ্ছত্র আধিপত্য বুঝায় এমন শব্দে তথা বান্দাহ্-বান্দি বলে ডাকা

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ يَقُلْ أَحَدُكُـمْ : عَبْدِيْ ، أَمَتِيْ ، كُلُّكُمْ عَبِيْدُ اللهِ ، وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللهِ ، وَلْيَقُلْ: غُلاَمِيْ ، جَارِيَتِيْ ، وَفَتَايَ ، وَفَتَاتِيْ

‘‘তোমাদের কেউ যেন না বলে: আমার বান্দাহ্ এবং আমার বান্দি। কারণ, তোমরা সবাই আল্লাহ্’র বান্দাহ্ এবং তোমাদের সকল মহিলা আল্লাহ্’র বান্দি। বরং বলবে: আমার কাজের ছেলে এবং আমার কাজের মেয়ে। আমার যুবক এবং আমার যুবতী’’।[1]

>
[1] (আদাবুল-মুফরাদ্, হাদীস ২০৯)