কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৫১. কোন ইমাম সাহেবের তার ফরয নামায শেষে জায়গা পরিবর্তন না করে উক্ত জায়গায়ই কোন নফল নামায আদায় করা
মুগীরাহ্ বিন্ শু’বাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يُصَلِّيْ الْإِمَامُ فِيْ الْـمَوْضِعِ الَّذِيْ صَلَّى فِيْهِ ؛ حَتَّى يَتَحَوَّلَ
‘‘কোন ইমাম সাহেব তার ফরয নামাযের জায়গায় কোন নফল নামায পড়বে না যতক্ষণ না সে জায়গা পরিবর্তন করেছে’’।[1]
[1] (আবু দাউদ, হাদীস ৬১৬)