কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১২১. কোন দন্ডবিধি ছাড়াই কাউকে দশের বেশি বেত্রাঘাত করা
আবু বুরদাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يُجْلَدُ أَحَدٌ فَوْقَ عَشَرَةِ أَسْوَاطٍ ، إِلاَّ فِيْ حَدٍّ مِنْ حُدُوْدِ اللهِ
‘‘কাউকে শরীয়তের কোন দন্ডবিধি ছাড়া শুধুমাত্র শাস্তি দেয়ার উদ্দেশ্যে দশের বেশি বেত্রাঘাত করা যাবে না’’।[1]
আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ تُعَزِّرُوْا فَوْقَ عَشَرَةِ أَسْوَاطٍ
‘‘তোমরা কাউকে দশ বেতের বেশি শাস্তি দিও না’’। (ইবনু মাজাহ্, হাদীস ২৬৫১)
> [1] (বুখারী, হাদীস ৪৮৪৮ মুসলিম, হাদীস ১৭০৮ আবু দাউদ, হাদীস ৪৪৯১ তিরমিযী, হাদীস ১৪৬৩ ইবনু মাজাহ্, হাদীস ২৬৫০)