৮৪. যে কোন ভালো কাজকে ছোট মনে করা

আবু যর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা.) ইরশাদ করেন:

لاَ تَحْقِرَنَّ مِنَ الْـمَعْرُوْفِ شَيْئًا ، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ

‘‘কোন ভালো কাজকে ছোট মনে করো না। এমনকি তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করাকেও না।[1]

>
[1] (মুসলিম, হাদীস ২৬২৬)