কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ৬১. দোষ কিংবা গুণ বুঝায় এমন নামে সন্তানদের নাম রাখা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ’উমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لَئِنْ عِشْتُ إِنْ شَاءَ اللهُ لَأَنْهَيَنَّ أَنْ يُّسَمَّى رَبَاحٌ وَنَجِيْحٌ وَأَفْلَحُ وَيَسَارٌ
‘‘ইনশাআল্লাহ্! (আল্লাহ্ চায় তো) আমি ভবিষ্যতে বেঁচে থাকলে ‘‘রাবাহ্’’ তথা লভ্যার্জন, ‘‘নাজীহ্’’ তথা ধৈর্যশীল, আফ্লাহ্’’ তথা ঠোঁট ফাটা এবং ‘‘ইয়াসার’’ তথা সচ্ছলতা নামে কারোর নাম রাখতে অবশ্যই নিষেধ করবো।[1]
> [1] (স’হী’হুল-জা’মি’, হাদীস ৫০৫৪)