কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২৫. মসজিদে ক্রয়-বিক্রয় অথবা হারানো বস্ত্তর ঘোষণা দেয়া
আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِذَا رَأَيْتُمْ مَنْ يَبِيْعُ أَوْ يَبْتَاعُ فِيْ الْـمَسْجِدِ ؛ فَقُوْلُوْا: لاَ أَرْبَحَ اللهُ تِجَارَتَكَ! ، وَإِذَا رَأَيْتُمْ مَنْ يَنْشُدُ فِيْهِ ضَالَّةً ؛ فَقُوْلُوْا: لاَ رَدَّ اللهُ عَلَيْكَ!
‘‘তোমরা কাউকে মসজিদে ক্রয়-বিক্রয় করতে দেখলে বলবেঃ আল্লাহ্ তা’আলা তার ব্যবসায় লাভ না দিক! তেমনিভাবে তোমরা মসজিদে কাউকে হারানো কোন বস্ত্ত খুঁজতে দেখলে তথা এ সংক্রান্ত কোন ঘোষণা দিতে দেখলে বলবেঃ আল্লাহ্ তা’আলা তার হারানো বস্ত্তটি ফিরিয়ে না দিক’’![1]
> [1] (তিরমিযী, হাদীস ১৩২১)