কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৫. কোন মুহরিমা (যে মহিলা মিক্বাত থেকে হজ্জ বা ’উমরাহ্’র নিয়্যাত করেছে) মহিলা নিকাব কিংবা হাত মোজা পরা
আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা.) ইরশাদ করেন:
وَلاَ تَنْتَقِبُ الْـمَرْأَةُ الْمُحْرِمَةُ وَلاَ تَلْبَسُ الْقُفَّازَيْنِ
‘‘কোন মুহরিমা মহিলা যেন নিকাব ও হাত মোজা না পরে’’।[1]
তবে কোন বেগানা পুরুষের সামনে মুহরিমা মহিলা অবশ্যই চেহারা ডাকবে। যদিও সে ইহ্রাম অবস্থায় থাকুক না কেন।
[1] (বুখারী, হাদীস ১৮৩৮)