কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান অভিধানের সংক্ষিপ্তরূপ ইসলামহাউজ.কম
الهاء - ২
هَوَى [ض] <هوي ধ্বংস হওয়া, পতিত হওয়া, অদৃশ্য হওয়া, ঝুকে পড়া, বহন করা
هَوِيَ [س]، تَهْوَي কামনা করা
أهْوَي ধ্বংস করা, আছাড় মারা, সজোরে ফেলে দেওয়া
إسْتَهْوَى দুর্বৃত্ত বানানো
الهَوَى ج الأَهْوَاءِ কামনা, প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, আসক্তি
الهَوَاءُ শুন্য, ফাকা, কুপ্রবৃত্ত
هَاوِيَة দোযখের নাম
هَيَّأَ <هيأ সহজ করা, প্রস্তুত করা
هَيْئَةً جل هَيَّاتٌ আকৃতি, আকার
هَاتُوا <هيت আনো, পেশ কর
هَيْتَ আসো
هَاجَ [ض] <هيج শুষ্ক হওয়া
مَهِيلٌ <هيل এলোমেলো, আলুথালু, আউলানো, বিক্ষিপ্ত, আকীর্ণ, ছড়ানো
هَامَ [ض] <هيم তৃষ্ণায় ঘোরা
هِيْمٌ جل أَهْيَمُ، هَيْمَاءُ পিপাসার্ত, তৃষ্ণার্ত উট
المُهَيْمِنُ <هيمن রক্ষক, আশ্রয়দাতা
مَا هِيَهْ উহা কী?
هَيْهَاتَ <هيهت বহুদূর, সুদূরপরাহত