مُقِيتٌ আহার্যদাতা, রিজিকদাতা, ভরণপোষণকারী ৪:৮৫
قَوْسٌ جل قِسِيٌّ، أَقْوَاسٌ <قوس ধনুক, ধনু ৫৩:৯
قَاعٌ ج قِيعَةٌ جل أَقْوَاعٌ، قِيْعَانٌ <قوع মরুভূমি, সমভূমি, সমতলভূমি, মসৃণ জমিন ২০:১০৬
قَالَ [ن]، قَوْلٌ، قِيْلٌ <قول বলা, কথা বলা, উক্তি করা, বর্ণনা করা, বক্তব্য করা, মন্তব্য করা, মতামত দেওয়া ৪:৮
تَقَوَّلَ বানিয়ে বলা, মিথ্যা বলা, মিথ্যারোপ করা, গুজব ছড়ানো ৫২:৩৩
قَوْلٌ ج أَقْوَالٌ، أَقَاوِيلُ কথা, উক্তি, বর্ণনা, বাণী, বাক্য, বক্তব্য, মন্তব্য, মতামত, গল্প, কল্পকাহিনী, কল্পিত কথা, ভিত্তিহীন গুজব ৬৯:৪০
قَائِلٌ বক্তা, প্রবক্তা, উক্তিকারী, মতপোষনকারী ১২:১০
قَامَ، قِيَامًا <قوم দাঁড়ানো, খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া, ওঠা, অবস্থিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, কায়েম হওয়া, সম্পন্ন হওয়া ৪:৫
أَقَامَ، إِقَامٌ، إِقَامَةٌ দাঁড় করানো, খাড়া করা, উঠানো, অবস্থান করা, কায়েম করা, সম্পন্ন করা, প্রতিষ্ঠিত করা, যথার্থ করা ২১:৭৩
اسْتَقَامَ কায়েম থাকতে চাওয়া, অবস্থানে অটল থাকা, সুস্থির থাকা, অটল থাকা, দৃঢ়পদ থাকা, সোজা চলা, সঠিক হওয়া, সোজা হওয়া, সরল হওয়া ৯:৭
قَائِمٌ ج قِيَامٌ مث قَائِمَةٌ দণ্ডায়মান, সুস্থির, দৃঢ়পদ, প্রতিষ্ঠাতা, দাঁড়ানো, খাড়া, স্থির, প্রতিষ্ঠিত, অটল ৩:৩৯
قَوَّامٌ ام দৃঢ়পদ, অবস্থান মজবুতকারী, অভিভাবক, তত্ত্বাবধায়ক, ব্যবস্থাপক, কর্তৃত্বশীল, বলীয়ান, পৃষ্ঠপোষক ৪:৩৪
الْقَيُّومُ ام চিরকায়েম, স্বাধিষ্ঠপ্রভু, স্রষ্টানিয়ন্তা ৩:২
أَقْوَمُ সঠিকতর, কায়েমকারী, বেশিদৃঢ়পদ, অতিসোজা, অধিকতর যোগ্য ২:২৮২
مَقَامٌ অবস্থানস্থল, দাঁড়ানোর স্থান, অবস্থান, বাসস্থান, মর্যাদা, পদমর্যাদা ২:২২৫
مُقَامٌ، مُقَامَةٌ অবস্থানস্থল, বাসস্থান, ঠাই ৩৫:৩৫
مُقِيمٌ কায়েমকারী, প্রতিষ্ঠাকারী, সম্পাদনকারী, আদায়কারী, স্থায়ী, চিরস্থায়ী ৫:৩৭
قِيَمٌ، قَيِّمٌ، قَيِّمَةٌ সুসম্পন্ন, প্রতিষ্ঠিত, চিরকায়েম, যথার্থ, সঠিক, নির্ভুল, বিশুদ্ধ, সরল, চিরস্থায়ী ৯:৩৬
قَوَامٌ মাঝামাঝি দৃঢ়পদ, সুস্থির, মধ্যমপন্থা, ন্যায়সঙ্গত, সমতা ২৫:৬৭
تَقْوِيمٌ গঠন, আকৃতি, কাঠামো ৯৫:৪
مُسْتَقِيمٌ সোজাচলমান, অটলপন্থী, সরল, সোজা, সঠিক, যথার্থ, সুদৃঢ়, চিরসত্য ১:৬
قِيَامَةٌ দাঁড়ানো, খাড়া হওয়া, কিয়ামত, মহাপ্রলয়, পুনরুত্থান, হাশর, বিচারদিবস ২:৮৫
قَوْمُ جل أَقْوَامٌ কওম, উম্মত, জাতি, গোত্র, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ, দল, জামাত, লোকজন, অনুসারী ২:১১৮
قُوَّةٌ ج الْقُوَى <قوو শক্তি, বল, তকত, সামর্থ, জোর, প্রতাপ, ক্ষমতা ৫৩:৫
قَوِيٌّ جل أَقْوِيَاءُ শক্তিশালী, শক্তিধর, বলবান, বলিয়ান, সামর্থবান, প্রতাপশালী, ক্ষমতাবান, প্ররাক্রমশালী, পরাক্রান্ত ৮:৫২
الْمُقْوِي মরুচারী, মরুবাসী, মরুভূমির মুসাফির ৫৬:৭৩
قَهَرَ [ف] <قهر শক্তি খাটানো, জুলুম করা, ক্ষমতা প্রয়োগ করা, জোরজবরদোস্তি করা, নির্যাতন করা, জুলুম করা ৯৩:৯
قَاهِرٌ প্রবল, পরাক্রমশালী, শক্তিশালী, বিজয়ী, তেজী, তেজীয়ান, তেজস্বী ৭:১২৭
قَهَّارٌ মহাপরাক্রমশালী, মহাশক্তিমান, বিজয়ী ৩৯:৪
قَيَّضَ <قيض নির্ধারণ করা, আবশ্যিক করা, লেলিয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া, নিয়োজিত করা ৪১:২৫
قَائِلٌ <قيل দুপুরে নিদ্রামগ্ন, দুপুরে শোয়া ব্যক্তি, দ্বিপ্রহরে নিদ্রাবস্থা, দ্বিপ্রহরে শয্যাশায়ী, মধ্যাহ্ননিদ্রায় বিভোর ৭:৪
مَقِيلٌ দুপুরের বিশ্রামাগার, দ্বিপ্রহরের শয্যাগার, মধ্যাহ্নশয্যা, বিশ্রামাগার ২৫:২৪