কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান ضاد (য-দ) [২৫] ইসলামহাউজ.কম
ضاد (য-দ) - ২
ضِيَاءٌ و ضَوْءٌ আলোকময়, উজ্জ্বল, স্নিগ্ধ আলোকময়, জ্যোতিষ্মান ১০:৫
ضَاهَأَ <ضهي অনুরূপ করা, অনুকরণ করা ৯:৩০
ضَيْرٌ مص<ضير অসুবিধা, ক্ষতি, সমস্যা ২৬:৫০
ضِيْزَي ص <ضيز অন্যায় বণ্টন, অসংগত, অন্যায্য, বেইনসাফি, অসমতা ৫৩:২২
أَضَاعَ <ضيع নষ্ট করা, নিষ্ফল করা, অকেজো করা, বিনষ্ট করা, বরবাদ করা ১৯:৫৯
ضَيَّفَ <ضيف আপ্যায়ন করা, মেহমানদারি করা, আতিথেয়তা করা ১৮:৭৭
ضَيْفٌ جل ضُيُوْفٌ، أَضْيَافٌ মেহমান, অতিথি ১৫:৬১
ضَاقَ [ض] <ضيق সংকীর্ণ হওয়া, অপ্রশস্ত হওয়া, অসংকুল হওয়া, সংকীর্ণমনা হওয়া ৯:২৫
ضَيَّقَ সংকীর্ণ করা, অপ্রশস্ত করা, অপ্রসন্ন করা ৬৫:৬
ضَيْقٌ، ضَيِّقٌ، ضَائِقٌ সংকীর্ণ, অপ্রশস্ত, অপ্রসন্ন ১৬:১২৭