حَبَّبَ <حبب প্রিয় করে দেওয়া, অনুরক্ত বানানো, পছন্দনীয় করা ৪৯:৭
أَحَبَّ ভালোবাসা, পছন্দ করা, মুহাব্বত করা, প্রেম করা ২৮:৫৬
اسْتَحَبَّ ভালো মনে করা, পছন্দ করা, গ্রহণ করা, অবলম্বন করা ৯:২৩
حُبٌّ، مَحَبَّةً প্রেম, ভালোবাসা, অনুরাগ, প্রণয়, মুহাব্বত, আসক্তি ৩:১৪
أَحَبُّ অধিক প্রিয়, প্রিয়তম, প্রিয়ভাজন ১২:৮
أَحِبَّاءُ و حَبِيْبٌ দোস্ত, বন্ধু, মিত্র, সুহৃদ, বন্ধুবান্ধব, মিত্রবর্গ, বন্ধুজন, হিতৈষী, ঘনিষ্ঠজন, আপনজন, প্রিয়জন, প্রিয়পাত্র, স্নেহধন্য ৫:১৮
حَبٌّ جل حُبُوْبٌ، حَبَّة جل حَبَّاتٌ বীজ, শস্য, দানা, শস্যদানা, শস্যবীজ ৬:৫৯
حَبَرَ [ن] <حبر বিনোদনে রাখা, সুখী বানানো, সুখ দেওয়া, সুখী করা, উৎফুল্ল করা, স্বাচ্ছন্দ্য দেওয়া ৩০:১৫
أَحْبَارٌ و حِبْرٌ ইহুদী আলেম, পাদ্রী, ইহুদী বিদ্যান, পণ্ডিত, বিশপ ৫:৪৪
حَبَسَ [ض] <حبس বন্দি করা, আটকানো, কয়েদ করা, বাধা দেওয়া, প্রতিহত করা ১১:৮
حَبِطَ [س] <حبط নস্যাৎ হওয়া, বরবাদ হওয়া, ভণ্ডুল হওয়া, নষ্ট হওয়া, বিনষ্ট হওয়া, নিষ্ফল হওয়া, বিফল হওয়া, অসার হওয়া, সারশূন্য হওয়া ৫:৫
أَحْبَطَ নস্যাৎ করা, বরবাদ করা, ভণ্ডুল করা, নষ্ট করা, ব্যর্থ করা, অকার্যকর বানানো, নিষ্ফল করা, ধ্বংস করা, অকেজো করা ৩৩:১৯
حُبُكٌ و حِبَاكٌ <حبك আকাশের কক্ষপথ, চলনপথ ৫১:৭
حَبْلٌ ج حِبَالٌ <حبل রশি, দড়ি, রজ্জু ৩:১০৩
حَبْلِ الوَرِيْدِ শাহরগ, রক্তবাহী ধমনী ৫০:১৬
حَتْمًا <حتم অনিবার্য, আবশ্যিক, অপরিহার্য, নিশ্চিত বিষয় ১৯:৭১
حَتَّى <حتي পর্যন্ত, অবশেষে, পরিশেষে, এমনকি, যতক্ষণ, এভাবেই ২:৫৫
حَثِيثٌ <حثث দ্রুত চলা, ক্ষিপ্র হওয়া, ডিঙিয়ে চলা ৭:৫৪
حِجَابٌ جل حُجُبٌ <حجب পর্দা, আবরণ, আবরণী, অন্তরায়, আড়াল ৭:৪৬
مَحْجُوبٌ পর্দাবৃত, আবরিত, আবরণে ঢাকা, বাধাপ্রাপ্ত ৮৩:১৫
حَجَّ [ن]، حَجٌّ، حِجٌّ <حجج হজ করা, হজব্রত পালন করা, কাবায় গমনের ইচ্ছা করা ২:১৫৮
حَاجَّ، تَحَاجَّ ঝগড়া করা, বাদানুবাদ করা, বাকবিতণ্ডা করা, দলিলবাজি করা ৪০:৪৭
حَاجٌّ جل حُجَّاجٌ، حَجِيْجٌ হাজী, হজকারী, মক্কাগামী, হজব্রত পালনরত ৯:১৯
حِجَجٌ و حِجَّةٌ বছর, সাল, বৎসর ২৮:২৭
حُجَّةٌ جل حُجَجٌ দলীল, প্রমাণ, যুক্তি ২:১৫০
حِجْرٌ <حجر নিষিদ্ধ, অস্পৃশ্য, অবৈধ, বাধা, প্রতিবন্ধক, আড়াল, অন্তরাল, জ্ঞান, প্রতীভা, বুদ্ধি, ‘হিজর’ মদীনার উত্তরে তাবুকের পথে প্রাচীন সামুদ জাতির আবাসভূমি ১৫:৮০
مَحْجُورٌ বাধাপ্রাপ্ত, দুর্লঙ্ঘনীয়, সংরক্ষিত ২৫:২২
حُجُورٌ و حُجُرٌ কোল, ক্রোড়, অঙ্কদেশ, অঙ্কতল, তত্ত্বাবধান ৪:২৩
حُجُرَاتٌ و حُجْرَةٌ কামরা, কোঠা, প্রকোষ্ঠ, রুম ৪৯:৪
حَجَرٌ ج حِجَارَة পাথর, প্রস্তর, শিলা, পাষাণ ২:৬০
حَاجِزٌ <حجز বাধাদানকারী, প্রতিবন্ধক, বেড়া, অন্তরাল, ২৭:৬১
حَدَبٌ جل أَحْدَابٌ <حدب টিলা, উচ্চস্থান, মালভূমি ২১:৯৬
حَدَّثَ <حدث বলা, কথা বলা, বর্ণনা করা, প্রকাশ করা, প্রচার করা, অবহিত করা ৯৯:৪
أَحْدَثَ নতুনভাবে সৃষ্টি করা, আবিষ্কার করা, ঘটানো ৬৫:১
مُحْدَثٌ নতুন সৃষ্টি, নবসৃষ্ট, আবিষ্কৃত, অভিনব, ঘটনীয়, নতুন ২১:২
حَدِيث ج أَحَادِيثُ কুরআন, বাক্য, কথা, উপকথা, কাহিনী, কল্পকাহিনী, স্বপ্ন, স্বপ্নকথা, নতুন কথা, নতুন রচনা, সংবাদ ১২:২১
حَادَّ <حدد বিরোধিতা করা, বিরুদ্ধাচরণ করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, শত্রুতা পোষণ করা, সূচালো ব্যবহার করা, শাণিত মেজাজ প্রদর্শন করা, ধারালো কথা বলা, গালমন্দ করা, গালি দেওয়া, কটুক্তি করা ৫৮:২২
حُدُودٌ و حَدٌّ সীমারেখা, শাস্তিবিধান, ন্যায়বিধান, সীমা, শেষপ্রান্ত, নির্দেশাবলী, বিধানমত শাস্তি, ন্যায়ানুগ শাস্তি ২:১৮৭
حَدِيدٌ ج حِدَادٌ লোহা, লৌহদণ্ড, তীক্ষ্ন, তীক্ষ্নলোহা, ধারালো, শাণিত ১৮:৯৬
حَدَائِقَ و حَدِيْقَةٌ <حدق বাগবাগিচা, উদ্যান, বাগান, কানন, কুঞ্জ, নিকুঞ্জ, স্বর্গোদ্যান, নন্দনকানন ২৭:৬
حَذِرَ [س]، حَذَرٌ <حذر সতর্ক হওয়া, সতর্ক থাকা, সাবধান হওয়া, ভয় পাওয়া, ভয় করা ২:১৯
حَذَّرَ সতর্ক করা, সাবধান করা, ভয় দেখানো ৩:২৮
حِذْرٌ সতর্কতা, সাবধানতা, ভয়ভীতি, অস্ত্রশস্ত্র ৪:১০২
حَاذِرٌ অস্ত্রধারী, ভীতু, ভীরু, ভীত, ভয়ার্ত, সন্ত্রস্ত ২৬:৫৬
مَحْذُورٌ ভয়ঙ্কর, ভয়াবহ, ভীতিপ্রদ, ভীতিবিহ্বল ১৭:৫৭
حَارَبَ، حَرْبٌ <حرب যুদ্ধ করা, লড়াই করা, অস্ত্রধারণ করা, রণসজ্জা করা ৫:৩৩
مِحْرَابٌ ج مَحَارِيبُ মসজিদের মিহরাব, অস্ত্রাগার, দুর্গ, কেল্লা, রণাঙ্গন, যুদ্ধক্ষেত্র, প্রাসাদ, বালাখানা ৩:৩৭
حَرَثَ [ن] <حرث ফসল ফলানো, ক্ষেতখামার করা, বীজবপন করা, বোনা, চাষাবাদ করা ৫৬:৬৩
حَرْثٌ ক্ষেত, শস্যক্ষেত্র, আবাদীভূমি, ফসলি জমিন, বীজতলা, ফসল, ফসলখেত ২:৭১
حَرَجٌ <حرج ক্ষতি, অন্যায়, কষ্ট, গুনাহ, পাপ, অসঙ্গতি, আপত্তি, সংকীর্ণতা, সমস্যা, অসুবিধা ৫:৬
حَرْدٌ <حرد আক্রোশ, মনোবাঞ্ছা, লালসা, সামর্থ্য, ‘হারদ’ নামক স্থান ৬৮:২৫
تَحْرِيرٌ <حرر মুক্ত করা, আজাদ করা, মুক্তি দেওয়া ৪:৯২
مُحَرَّرٌ মুক্ত, উৎসর্গিত, নিবেদিত ৩:৩৫
حُرٌّ جل أَحْرَارٌ স্বাধীন, মুক্ত, আজাদ ২:২৭৮
حَرٌّ، حَرُورٌ তাপ, উত্তাপ, উষ্ণতা, গ্রীষ্ম, গরমি ৯:৮১
حَرِيرٌ উষ্ণ রেশমী বস্ত্র, সিল্ক ২২:২৩