تَ শপথ, কসম, দোহাই ২১:৫৭
تَبَّ [ض]، تَبَابٍ، تَتْبِيبٍ <تبب ধ্বংস হওয়া, বিলুপ্ত হওয়া, বিনাশ হওয়া, বিলীন হওয়া ১১১:১
تَابُوتٌ جل تَوَابِيْتُ <تبت সিন্দুক, বাক্স ২:২৪৮
تَبَّرَ، تَتْبِيرًا، تَبَارٌ<تبر ধ্বংস করা, বিনাশ করা, লণ্ডভণ্ড করা, বিধ্বস্ত করা ১৭:৭
مُتَبَّرٌ ধ্বংসপ্রাপ্ত, চুরমার, বিধ্বস্ত, ধ্বংসকৃত, লণ্ডভণ্ড, বিলীন ৭:১৩৯
تَبِعَ [س]، إتَّبَعَ، إتِّبَاع <تبع মেনে চলা, অনুসরণ করা, অনুগমন করা, অনুকরণ করা, আনুগত্য করা ২:৩৮
أَتْبَعَ অনুগত বানানো, অনুগামী বানানো, পশ্চাতে আনা, পিছু নেওয়া, ধাওয়া করা ১৫:১৮
تَابِعٌ ج تَبَعٌ অনুগামী, অনুসারী, অধীন, অনুচর, অনুচারী, অনুকরণকারী ২:১৪৫
مُتَّبَعٌ পশ্চাদ্ধাবিত, অবধাবিত, ধাবিত, তাড়িত, ধাওয়াকৃত ২৬:৫২
تَبِيعٌ جل تُبَعَاءُ অনুসারী, সাহায্যকারী, সহকারী ১৭:৬৯
مُتَتَابِعٌ একে একে, ক্রমাগত, ধারাবাহিক আগত, একের পর এক ৪:৯২
تُبَّعٌ ইয়ামনের ‘তুব্বা’ বংশ ৪৪:৩৭
تَتْرَا <تتر একের পর এক, ক্রমান্বয়ে, ক্রমে ক্রমে ২৩:৪৪
تِجَارَةٌ <تجر ব্যবসা, বানিজ্য, কারবার, তেজারত, বিনিময়, সওদাগরি ৪:৩৯
تَحْتَ <تحت নিচে, নিম্নে, তলদেশ ২:২৫
تُرَابٌ جل أَتْرِبَةٌ <ترب মাটি, ভূমি, জমিন, মৃত্তিকা ৩:৫৯
أَتْرَابٌ و تِرْبٌ সমবয়সী, বান্ধবী, সমবয়স্কা, যুবতী ৩৮:৫২
تَرَائِبُ و تَرِيْبَةٌ বক্ষস্থ হাড্ডি, বুকের পাটা ৮৬:৭
مَتْرَبَةٍ মাটিহীনতা, নিঃস্বতা, অতীব দরিদ্র, ভিটাহিন, ভিটাহারা ৯০:১৬
أَتْرَفَ <ترف বিলাসিতায় রাখা, সুখসমৃদ্ধি দেওয়া, শৌখিনতায় রাখা, শৌখিনপ্রিয় বানানো ২৩:৩৩
مُتْرَفٌ বিলাসপ্রিয়, শৌখিন, বিলাসী, বিলাসবহুল, ঐশ্বর্যশালী ৩৪:৩৪
تَرَكَ [ن] <ترك পরিহার করা, পরিত্যাগ করা, বর্জন করা, ত্যাগ করা, ছেড়ে যাওয়া, ছাড়া ২:১৭
تَارِكٌ বর্জনকারী, পরিহারকারী, ত্যাগী ১১:১২
تِسْعٌ مث تِسْعَةُ <تسع নয় (৯) ১৮:২৫
تِسْعُونَ নব্বই ৩৮:২৩
تَعْسٌ <تعس পতন ঘটা, অধঃপতন, ধ্বংস, সর্বনাশ, হেনস্তা, বঞ্চনা, গঞ্জনা, ধিক্কার, ধমকি ৪৭:৮
تَفَثٌ <تفث হজের বিধানাবলি, অবশিষ্ট বিধান, পূর্ণহজ্জ, করণীয় কার্যক্রম, দৈহিক ময়লা-চুল-নখ ইত্যাদি, অপরিচ্ছন্নতা, মলিনতা, আবর্জনা ২২:২৯
أَتْقَنَ <تقن মজবুত করা, সুদৃঢ় করা ২৭:৮৮
تِلْكَ ওই, ওই যে ২:১১১
تِلْكُمَا ওই দুটি ৭:২২
تِلْكُمْ ওই সব, ওগুলো ৭:৪৩
تَلَّ [ن] <تلل চিৎপাত করে শোয়ানো, ধরাশায়ী করা ৩৭:১০৩
تَلَا [ن]، تِلاَوَة <تلو পাঠ করা, আবৃত্তি করা, পড়া, তেলাওয়াত করা, পঠন ২:১২১
التَّالِيَاتِ আবৃত্তিকারী, তেলাওয়াতকারী ফেরেশতা ৩৭:৩
تَلَى [ض] <تلي পশ্চাতে আসা, পেছনে আসা ৯১:২
تَمَّ [ض] <تمم পূর্ণ হওয়া, পূর্ণতা পাওয়া, সমাপ্ত হওয়া ৭:১৪২
أَتَمَّ، تَمَامًا সমাপন করা, পরিপূর্ণ করা, ভরে দেওয়া, পূর্ণতা দেওয়া ৬:১৫৪
مُتِمٌّ পূর্ণকারী, পরিপূরক, পূরণকারী, পূর্ণতা দানকারী, পূর্ণতাবিধায়ক ৬১:৮
التَنُّوْرُ جل تَنَانِيْرُ <تنر চুলা, চুল্লী, উনুন, আখা ১১:৪০
تَابَ [ن]، تَوْبٌ، تَوْبَةٌ <توب তওবা করা, প্রায়শ্চিত্ত করা, পাপশুদ্ধি করা, অনুতপ্ত হওয়া, পাপ বর্জন করা, পরিহার করা, ফিরে আসা, অভিমুখী হওয়া ২:৩৭
تَابَ على তওবা কবুল করা, পাপস্খালন করা ২:১২৮
التَّائِبُ তওবাকারী, অনুতপ্ত, পরিতপ্ত, পরিতাপগ্রস্ত ৬৬:৫
التَّوَّابُ বারবার তওবা কবুলকারী ২:৩৭
التَّوَّابِينَ বারবার তওবাকারী ২:২২২
مَتَابٌ তওবাস্থল, প্রত্যাবর্তনস্থল ১৩:৩০
تَارَةٌ جل تَارَاتٌ <تور একবার, বার, দফা ১৭:৬৯
التَّوْرَاةُ তাওরাত: মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ কিতাব, বাইবেল
التِّينُ <تين ডুমুর, আঞ্জির ৯৫:১
تَاهَ [ض] <تيه উদভ্রান্ত হয়ে ঘোরাফেরা করা, বিকৃত মস্তিষ্কে ফিরতে থাকা ৫:২৬