কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
চার ইমামের আকীদাহ (আবূ হানীফা, মালেক, শাফে‘ঈ ও আহমাদ ইবন হাম্বল) প্রশ্ন ও উত্তর ইসলামহাউজ.কম
প্রশ্ন: যখন তোমাকে জিজ্ঞেস করা হয়, তাবাররুক অর্থ কি?
উত্তর: বল, বেশ কিছু উপায়-উপকরণ ব্যবহার করে কল্যাণ অন্বেষণ করাকে التبرك (তাবাররুক) বলা হয়। নিজের জন্য কল্যাণ অর্জন, উদ্দেশ্য হাসিল ও পছন্দনীয় বস্তু হাসিল করার জন্য মানুষ এসব উপায়-উপকরণ অবলম্বন করে থাকে।