কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নবী-রাসূলগণের দা‘ওয়াতী মূলনীতি ৮। নবী-রাসূলগণের দা‘ওয়াতী মূলনীতি (أصول من دعوة الأنبياء والرسل) মুহাম্মাদ ইবনে ইবরাহীম আত-তুওয়াইজিরী
৩৪। পরামর্শ করে কাজ করা (الشورى)
আল্লাহ তা‘আলা বলেন:
(وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ) [آل عمران: 159]
‘আর কাজে-কর্মে তাদের সাথে পরার্মশ কর’ (সূরা আলে ইমরান: ১৯৫)। আল্লাহ তা‘আলা আরও বলেন:
(وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ) [الشورى: 38].
‘তাদের কার্যাবলী তাদের মাধ্যমে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে’ (সূরা আশ-শুরা: ৩৮)।