নবী-রাসূলগণের দা‘ওয়াতী মূলনীতি ৮। নবী-রাসূলগণের দা‘ওয়াতী মূলনীতি (أصول من دعوة الأنبياء والرسل) মুহাম্মাদ ইবনে ইবরাহীম আত-তুওয়াইজিরী
২৮। দা‘ওয়াতের বিনিময়ে পারিশ্রমিক না চাওয়া (عدم سؤال أو طلب المال على الدعوة)

আল্লাহ তা‘আলা বলেন:

(قُلْ مَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ فَهُوَ لَكُمْ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (47)) ... [سبأ: 47]

‘বল, ‘আমি তোমাদের নিকট কোন প্রতিদান চাইনি, বরং তা তোমাদেরই। আমার প্রতিদান তো কেবল আল্লাহর নিকট রয়েছে এবং তিনি সব কিছুর উপরই সাক্ষী’ (সূরা সাবা: ৪৭)। আল্লাহ তা‘আলা আরও বলেন:

(وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ ) [الشعراء: 109]

‘আর এর উপর আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না; আমার প্রতিদান শুধু জগৎসমূহের রবের নিকট] (সূরা আশ-শুআ‘রা: ১০৯)।