লগইন করুন
(১৫) সূরা ফালাক্ব (প্রভাতকাল)সূরা-১১৩, মাদানী :
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) مِنْ شَرِّ مَا خَلَقَ (2) وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4) وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5)
উচ্চারণ : (১) ক্বুল আ‘ঊযু বি রব্বিল ফালাক্ব (২) মিন শাররি মা খালাক্ব (৩) ওয়া মিন শাররি গা-সিক্বিন ইযা ওয়াক্বাব (৪) ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উক্বাদ (৫) ওয়া মিন শাররি হা-সিদিন ইযা হাসাদ।
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
অনুবাদ : (১) বলুন! আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রতিপালকের (২) যাবতীয় অনিষ্ট হ’তে, যা তিনি সৃষ্টি করেছেন (৩) এবং অন্ধকার রাত্রির অনিষ্ট হ’তে, যখন তা আচছন্ন হয় (৪) গ্রন্থিতে ফুঁকদান কারিণীদের অনিষ্ট হ’তে (৫) এবং হিংসুকের অনিষ্ট হ’তে যখন সে হিংসা করে।