শারহু মাসাইলিল জাহিলিয়্যাহ ১০৩-১০৮. ঈমানের মূলনীতিসমূহ অস্বীকার করা শাইখ ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান
ঈমানের মূলনীতিসমূহ অস্বীকার করা

ফেরেশতামন্ডলী, নাবী-রসূল ও আসমানী কিতাব সমূহকে অস্বীকার করা এবং আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়া, আখেরাত অবিশ্বাস করা এবং আল্লাহর সাক্ষাতকে মিথ্যাপ্রতিপন্ন করা

........................................

ব্যাখ্যা: এ সব মেনে না নেয়াই জাহিলী সমস্যা। আসমানী কিতাব, নাবী-রসূল, ফেরেশতামন্ডলী, আখেরাত ও আল্লাহর সাক্ষাতকে জাহিলরা বিশ্বাস করে না। এসব অদৃশ্য বিষয় যা তারা বিশ্বাস করে না। যারা অদৃশ্যে বিষয়ে বিশ্বাসী তারাই কেবল এসবের প্রতি ঈমান আনে। অদৃশ্যে বিশ্বাস না করার কারণেই জাহিলরা ফেরেশতামন্ডলী, কিতাব, নাবী-রসূল ও আখেরাতের প্রতি ঈমান আনে না। এ জন্য যারা অদৃশ্যে বিশ্বাস রাখে কুরআনের শুরুতেই আল্লাহ তা‘আলা তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ তা‘আলা বলেন,

( ... هُدىً لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ ... ) [البقرة: 2، 3]

আল্লাহ, ফেরেশতা, আসমানী কিতাব, অহী এবং আখেরাতের প্রতি ঈমান সবই অদৃশ্যে বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয়। আর জাহিলরা অদৃশ্যে বিশ্বাস করে না। এ কারণে তারা কুফুরী করে। কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাতকেও তারা অস্বীকার করে।