লগইন করুন
সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক জাহিলিয়্যাত হচ্ছে, অন্তরে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিলকৃত ওহীর প্রতি বিশ্বাস না রাখা। এর সাথে যদি জাহিলরা যে নীতি অবলম্বন করতো, তা যুক্ত হয়, তাহলে ক্ষতি পূর্ণতা লাভ করবে। আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَالَّذِينَ آمَنُوا بِالْبَاطِلِ وَكَفَرُوا بِاللَّهِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ﴾
‘যারা বাতিলে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত’ (সূরা আল আনকাবূত ২৯:৫২)।
.............................................
ব্যাখ্যা: এটি মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রহিমাহুল্লাহ এর একটি গবেষণা কর্ম, যার নাম মাসাইলুল জাহিলিয়্যাহ, যে ব্যাপারে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলদের বিরোধিতা করেছেন। মাসাইলুল জাহিলিয়্যাহ গ্রন্থে ১২৮ (একশত আটাশ) টি বিষয় উল্লেখ আছে। লেখক কুরআন-সুন্নাহ ও বিদ্বানদের কথা থেকে সেগুলো চয়ন করেছেন।