কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
التشهد الأخير শেষ তাশাহহুদ | وجوب التشهد তাশাহহুদ ওয়াজিব হওয়া প্ৰসঙ্গ
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ রাকাআত শেষ করে শেষ তাশাহহুদের জন্য বসতেন। আর এ তাশাহহুদের মধ্যে তাই করার নির্দেশ দিতেন যা করার নির্দেশ দিতেন প্রথমটিতে। আর তিনি নিজেও এ তাশাহহুদের মধ্যে তাই করতেন যা তিনি প্রথমটিতে করতেন। হ্যাঁ, তবে “তিনি এ তাশাহহুদে নিতম্বের ভরে বসতেন।”[1]
“তার বাম নিতম্ব[2] মাটিতে বিছাতেন এবং এক পাশ দিয়ে দুই পা বের করে দিতেন।[3] “বাম পা উরু ও গোছার নিচে রাখতেন।[4] “আবার পা খাড়াও রাখতেন।”[5] আর কখনো কখনো “তাকে বিছিয়েও দিতেন”।[6] “বাম হাতের তালু দ্বারা হাঁটুকে আবৃত করে ধরতেন এবং এর উপর নির্ভর করতেন।[7]
এতাশাহহুদেও নিজের উপর ছালাত পাঠ করা সুন্নাত সম্মত বলেছেন যেমনটি সুন্নাত সম্মত প্রথম তাশাহহুদে। আর ইতিপূর্বে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর ছালাত পাঠের ব্যাপারে সংকলিত শব্দাবলীর উল্লেখ হয়েছে।
[1] বুখারী, দুরাকাআত বিশিষ্ট ছলাত যেমন ফজর, তাতে সুন্নাত হলো পা’বিছানো যেমনটি অতিবাহিত হয়েছে (পৃঃ ১৪৯-১৫০), এ ব্যাখ্যাই বলেছেন ইমাম আহমাদ। যেমনটি মাসায়েল ইবনু হানীতে তার থেকে বর্ণিত হয়েছে। (পূঃ ৭৯)
[2] নিতম্ব বলতে উরুর উপরাংশ উদ্দেশ্য।
[3] আবু দাউদ ও বায়হাকী, ছহীহ সনদে।
[4] মুসলিম ও আবু আওয়ানাহ।
[5] বুখারী, দুরাকাআত বিশিষ্ট ছলাত যেমন ফজর, তাতে সুন্নাত হলো বিছানো যেমনটি অতিবাহিত হয়েছে (পূঃ ১৫৬), এ ব্যাখ্যাই বলেছেন ইমাম আহমাদ। যেমনটি মাসায়েল ইবনু হানীতে তার থেকে বর্ণিত হয়েছে। (পৃঃ ৭৯)
[6] মুসলিম ও আবু আওয়ানাহ।
[7] মুসলিম ও আবু আওয়ানাহ।
[2] নিতম্ব বলতে উরুর উপরাংশ উদ্দেশ্য।
[3] আবু দাউদ ও বায়হাকী, ছহীহ সনদে।
[4] মুসলিম ও আবু আওয়ানাহ।
[5] বুখারী, দুরাকাআত বিশিষ্ট ছলাত যেমন ফজর, তাতে সুন্নাত হলো বিছানো যেমনটি অতিবাহিত হয়েছে (পূঃ ১৫৬), এ ব্যাখ্যাই বলেছেন ইমাম আহমাদ। যেমনটি মাসায়েল ইবনু হানীতে তার থেকে বর্ণিত হয়েছে। (পৃঃ ৭৯)
[6] মুসলিম ও আবু আওয়ানাহ।
[7] মুসলিম ও আবু আওয়ানাহ।