কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
النهى عن قراءة القرآن في السجود সাজদায় কুরআন পড়া নিষেধ
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রুকু’ এবং সাজদায় কুরআন পাঠ করতে নিষেধ করতেন, তবে এই রুকনুটিতে তিনি বেশী করে দুআ করার নির্দেশ দিতেন, যেমন রুকু’ অধ্যায়ে উল্লেখ হয়েছে। তিনি বলতেনঃ
أقرب ما یکون العبد من ربه وهو ساجد فاکثروا الدعاء فیه
বান্দাহ আল্লাহর সর্বাধিক নিকটতম অবস্থায় থাকে তখনই যখন সে সাজদা করে, তাই এমতাবস্থায় তোমরা বেশী করে দু'আ কর।[1]
[1] মুসলিম, আবু উওয়ানাহ, বাইহাকী, এটি “আল-ইরওয়া” গ্রন্থে উদ্ধত হয়েছে (৪৫৬)।