কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
নবী (সা.) এর ছলাত সম্পাদনের পদ্ধতি সালাত বিষয়ে বিস্তারিত মুহাম্মাদ নাছিরুদ্দিন আলবানী (রহ.)
الجهر والإسرار في الصلوات الخمس وغيرها ফরয ও নফল ছালাতে সরব ও নীরবে কিরাআত পাঠ প্রসঙ্গ
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফজরের ছালাত এবং মাগরিব ও ইশার ছালাতের প্রথম দুই রাকাআতে সরবে কিরা'আত পড়তেন এবং যুহর, আছর, মাগরিবের তৃতীয় রাকাআতে ও ইশা'র শেষ দু’রাক আতে নীরবে কিরাআত পড়তেন।[1]
ছাহাবাগণ নীরব কিরা’আত বিশিষ্ট ছালাতে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর দাড়ির নড়াচড়া[2] দেখে আবার কখনো তার দ্বারা তাদেরকে আয়াত বিশেষ শুনানোর মাধ্যমে তাঁর কুরআন পাঠের প্রমাণ পেতেন।[3] নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জুমুআ, দুই ঈদ[4] ইসতিসকা (পানি চাওয়া)[5] ও সূর্যগ্রহণের[6] ছালাতেও সরবে কিরা’আত পাঠ করতেন।
[1] এ বিষয়ে অনেক বিশুদ্ধ হাদীছ থাকার সাথে সাথে এর উপর মুসলিম সম্প্রদায়ের ইজমাও হয়েছে যা পূৰ্ববতীদের থেকে পরবর্তীদের দ্বারা সংকলিত হয়েছে। যেমনটি বলেছেন ইমাম নববী। অচিরেই এর কিছু পরবর্তীতে আসছে। আরো দেখুন- ইরওয়া (৩৪৫)
[2] বুখারী ও আবু দাউদ।
[3] বুখারী ও মুসলিম।
[4] দেখুন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কিরা’আত ছলাতুল জুমু’আহ ও ছলাতুল ঈদাইন অধ্যায়ে।
[5] বুখারী ও আবু দাউদ।
[6] বুখারী ও মুসলিম।
[2] বুখারী ও আবু দাউদ।
[3] বুখারী ও মুসলিম।
[4] দেখুন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কিরা’আত ছলাতুল জুমু’আহ ও ছলাতুল ঈদাইন অধ্যায়ে।
[5] বুখারী ও আবু দাউদ।
[6] বুখারী ও মুসলিম।