কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
ইসলামী জীবন-ধারা সালামের আদব আবদুল হামীদ ফাইযী
জুমআর খুতবা চলাকালে সালাম ও তার উত্তর দেওয়া
জুমআর খুতবা চলাকালে সালাম ও তার উত্তর দেওয়া বৈধ নয়। যেহেতু রাসুল (ﷺ) বলেন, ‘‘জুমআর দিন ইমামের খুতবা দানকালে কথা বললে, তুমি অনর্থ কর্ম করলে এবং (জুমআহ) বাতিল করলে।’’[1]
কিন্তু যদি কেউ সালাম দেয়, তাহলে ইশারায় উত্তর দেওয়া চলে।[2] মুসাফাহার জন্য হাত বাড়ালে মুখে কথা না বলে মুসাফাহা করা জায়েয।[3] অবশ্য খুতবা শেষে সালামের জবাব দেওয়া যায়।
[1]. ইবনে খুযাইমা, সহীহ তারগীব ৭১৬
[2]. ফাতাওয়াল লাজনাতিদ দায়েমাহ ৮/২৪৩
[3]. ঐ ৮/২৪৬
[2]. ফাতাওয়াল লাজনাতিদ দায়েমাহ ৮/২৪৩
[3]. ঐ ৮/২৪৬