কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
ইসলামী জীবন-ধারা সফরের আদব আবদুল হামীদ ফাইযী
সফর থেকে বাড়ি ফিরে এলে দু'আ
সফর থেকে বাড়ি ফিরে এলে সফরে বের হওয়ার সময় দু‘আটির সাথে নিম্নের দু‘আটিও যোগ করবেন,
آئِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ
উচ্চারণঃ -------আ-ইবূনা তা-ইবূনা আ-বিদূনা লিরাব্বিনা হা-মিদূন।
অর্থঃ -----(আমরা সফর থেকে) প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী, আমাদের প্রভুর প্রশংসাকারী।[1]
[1]. মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/২/৯৯৮